জনমোহিনী বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

0 0
Read Time:3 Minute, 3 Second

নিউজ ডেস্ক ::২০২৪-২৫ সালের রাজ্য বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। আগের বছরের বাজেটে ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবছরের বাজেটে সেই বরাদ্দ কতটা বাড়ানো হয় সেদিকে সকলের নজর থাকবে। কোন কোন খাতে ব্যয় বাড়ানো নিয়ে সরকারের নজর রয়েছে তা দেখার বিষয়। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে জনমোহিনী বাজেটের দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঝোঁকে কিনা তা দেখার বিষয়। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের সমস্ত আপডেট দেখুন একনজরে।

অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের জন্য ২২৪২.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

প্রাণী সম্পদ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল ১২১৭.৭৬ কোটি টাকা।

২০২৩-২৪ আর্থিক বছরে কৃষি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল ৯৫৯৫.৩২ কোটি টাকা।

গত বাজেটে সরকার বলেছিল বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ লক্ষ্য রাখা হয়েছে।

গত আর্থিক বর্ষে সরকার ৩.৭১ লক্ষ দুয়ারে সরকার শিবির করেছিল।

সামনে লোকসভা ভোট। সেদিকে তাকিয়ে রাজ্যের মহিলা ভোটারদের ধরে রাখতে তৃণমূল সরকার আরও কোনও প্রকল্প বা চলতে থাকা প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ভাতা বাড়ানোর পথে হাঁটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো প্রকল্পে ব্যয় বরাদ্দ আগের চেয়ে বাড়বে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। ফলে বাজেটে প্রান্তিক মানুষদের বিশেষ কোনও সুবিধা এই সরকার করে দেয় কিনা সেটা দেখার বিষয়। রাজ্যের পকেট থেকে কয়েক লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা তৃণমূল সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছেন।

লোকসভা ভোটের পূর্বে কেন্দ্র সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছে এক সপ্তাহ আগে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। ফলে ভোটের পূর্বে জনমোহিনী বাজেট করতে চাইলে সেই সুযোগ পুরোপুরি রাজ্যের সরকারি দলের কাছে রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!