ফের রাজধানীর দিকে এগোচ্ছেন কৃষকরা

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক ::লোকসভা ভোটের আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ। গতকাল থেকে রাজধানীর পথে এগোতে শুরু করেছে কৃষক সংগঠনগুলি। পরিস্থিতি সামাল দিতে পঞ্চকুলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানার সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা দিল্লি চলোর ডাক দিয়েছে। তাঁদের সঙ্গে প্রায় ২০০টি কৃষক সংগঠন যোগ দিয়েছে এই দিল্লি চলো অভিযানে। আগামী ১৩ মার্চ তাঁদের দিল্লিতে প্রবেশ করার কথা। কেন্দ্রের কাছে একাধিক ইস্যুতে নিজেদের দাবি দাওয়া রাখতে চান তাঁরা। সেকারণেই এই দিল্লি চলো অভিযান।

ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও একাধিক দাবি করেছে তাঁদের। পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠতে পারে এই আশঙ্কায় আগে থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। সেকারণে দিল্লি প্রবেশের আগেই কৃষকদের আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে পঞ্চকুলায়। সেই সঙ্গে দিল্লি সীমানার হরিয়ানার ৭টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কি েসএমএস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঞ্জাব হরিয়ানা সীমানা সিল করে দেওয়া হয়েছে আম্বালা জিন্দ, ফতেহবাদ সীমানায় নাকা তল্লাশি চলছে। ইতিমধ্যেই হরিয়ানা পুলিশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেই রাস্তায় যাত্রীদের যেতে নিষেধ করেছে। বিকল্প পাস্তায় পাঞ্চাব এবং হরিয়ানায় যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯-র লোকসভা ভোটের আগে মোদী সরকারের কৃষি নীতি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।

সামনেই লোকসভা ভোট তার আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ দেখা দিয়েছে দেশে। এবারও সেই পাঞ্জাব এবং হরিয়ানাতেই উত্তেজনা তৈরি হয়েছে। গত বারের কৃষক বিক্ষোভের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। পাঞ্জাব থেকে শুরু হয়ে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কৃষক বিক্ষোভের আঁচ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!