সন্দেশখালিতে অ্যাকশন মোডে রাজীব কুমার

0 0
Read Time:4 Minute, 19 Second

নিউজ ডেস্ক ::বুধবার দুপুরে সন্দেশখালিতে যাওয়ার পরে সেখানেই রাত্রিবাস করলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। বুধবারের ঘটনাক্রম নিয়ে তিনি কিছু বলতে রাজি না হলেও, জানিয়েছিলেন বৃহস্পতিবার এব্যাপারে মন্তব্য করবেন। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শেখ শাহজাহানের গ্রেফতারিতে অন্তরায় আদালত।

গত পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। তারপর ৪৭ দিন কাটার পরে বুধবার দুপুরে সন্দেশখালিতে পা রাখেন ডিজিপি। কখনও নদীপথে লঞ্চে করে, আবার কখনও টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘোরেন তিনি। টোটোয় চেয়েই তিনি সন্দেশখালি থানায় যান। সেখানে কথা বলেন, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাট পুলিশ জেলার এসপির সঙ্গে।

বিকেলে ডিজিপি রাজীব কুমার পূর্ত দফতরের গেস্ট হাউজে সেখানকার সিভিক ভলান্টিয়ারদের সঙ্গেও কথা বলেন। বুধবার রাতেও তিনি পুলিশ আধিকারিকদের নিয়ে গ্রামে টহল দেন।

এদিকে জাতীয় তফশিলি জাতি কমিশনের পরে সন্দেশখালি নিয়ে সক্রিয় জাতীয় তফশিলি উপজাতি কমিশনও। বৃহস্পতিবার জাতীয় তফশিলি উপজাতি কমিশনেক একটি প্রতিনিধিদল যাচ্ছে সন্দেশখালিতে। জাতীয় মানবাধিকার কমিশন সন্দেশখালির ঘটনায় মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে জানিয়েছেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় করেছে রাজ্য সরকার। ইডি তাকে ধরতে না পারলেও রাজ্য পুলিশের এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। গত শনিবার একই কথা বলেছিলেন ডিজিপি রাজীব কুমার।

তিনি এর আগে রাজ্য পুলিশের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছিল এই রাজ্য পুলিশই। তৃণমূল নেতা উত্তম সর্দারের পরে শিবু হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশই। সেখানে কেন রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না?

এদিকে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে লাগাতার ধর্নায় বসতে চলেছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপি বিষয়টি নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ২৬ ফেব্রুয়ারি থেকে বিজেপি তিন দিনের প্রতিবাদ শুরু করবে। অনুমতির জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করার কথাও জানিয়েছেন তিনি। কেন শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা হল না, তার জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!