‘মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি নয়’: রাজ্যপাল

0 0
Read Time:3 Minute, 16 Second

নিউজ ডেস্ক ::মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না! ভোটের দিন সকাল ৬টা থেকে রাস্তায় থাকব। এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose) । পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বাংলায় একের পর সন্ত্রাসের ঘটনা ঘটেছে। প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।

আর এই ঘটনার পুনরাবৃত্তি যাতে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) না ঘটে সেই বার্তাই দিলেন রাজ্যপাল বোস (West Bengal Governor) । আর এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলই। যদিও এহেন মন্তব্যের জন্য পালটা রাজ্যপালকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

দেশজুড়ে ১৮তম লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হতে চলেছে। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সাত দফায় নির্বাচন হবে। এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর বলেও এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এতগুলি দফায় বাংলায় ভোট করানো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। পালটা ভোট সন্ত্রাসের কথা স্মরণ করে শাসকদলকে একহাত নিয়েছে বিরোধীরা।

এই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যপাল বোস বলেন, ভোটের (Lok Sabha Election 2024) প্রথম দিন থেকে রাস্তায় থাকব। আমার দুটো প্রায়োরিটি। প্রথম হল হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। জন রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরবেন বলেও এদিন জানান সিভি আনন্দ বোস। ভোটের দিনগুলি একেবারে সকাল ৬ টা থেকে রাস্তায় থাকার কথাও বলেন তিনি।
সিভি আনন্দ বোসের কথায়, মানুষের কাছে উপলব্ধ থাকব। পঞ্চায়েতের আগেও বলেছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না। যদিও পালটা রাজ্যপালকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর মন্তব্য, অনুরোধ করবো পদটার অপব্যবহার করবেন না।

ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনও কাজ নেই। ভোটের দিন বাড়িতে থাকবেন। বিজেপি, সিপিআইএম চেষ্টা করবে গন্ডগোল করার। শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স ফায়ারিং করেছিল বলেও এদিন কটাক্ষ করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, বিজেপির ক্যাডারের মত কাজ করবেন না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!