আইপিএলে রোহিত বনাম কোহলি

0 0
Read Time:4 Minute, 2 Second

নিউজ ডেস্ক ::বৃহ্স্পতিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম তিন ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে চতুর্থ ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরেছে হার্দিক পাণ্ডিয়ার দল। বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে বিরাট চ্যালেঞ্জ।আরসিবির বিরুদ্ধে খে‌লতে নামছে মুম্বই।

চোট কাটিয়ে দিল্লি ম্যাচেই দলে ফিরেছেন সূর্যকুমার যাদব। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে ০ রানেই আউট হন স্কাই। এই ম্যাচে তার থেকে থাকবে বড় রানের প্রত্যাশা। এই ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলা প্রথম একাদশই ধরে রাখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। অতিরিক্ত স্পিনার খেলালে দলে আসতে পারেন মুলানি। সেক্ষেত্রে সূর্যকুমারের পরিবর্ত হিসাবে খেলতে পারেন বুমরাহ।

প্রতিপক্ষ দলে বিরাট কোহলির মতো ব্যাটার আছেন, যিনি ভালোই ছন্দে আছেন। ফলে এই ম্যাচে বিরাট ব‌নাম বুমরাহের দ্বৈরথও অন্যতম আর্কষণ হতে পারে। আরসিবি শিবিরে ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। কারণ বিরাট ছাড়া কেউই সেভাবে ছন্দে নেই। বিশেষ করে ম্যাক্সওয়েল একেবারেই রান পাচ্ছেন না। ফলে লোয়ার অর্ডারে দলে আসতে পারেন সূয়স প্রভুদেশাই। এই ম্যাচে নজর থাকবে আরসিবির গ্রিনের দিকেও। পুরানো দলের বিরুদ্ধে খেলতে নামছেন গ্রিন।
আইপিএলের পয়েন্ট টেবলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে মুম্বই, অন্যদিকে, ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে কোহলিরা। ফলে দুই দলই ভালো জায়গায় নেই।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে ১৮বার জিতেছে মুম্বই, অন্যদিকে ১৪ বার জিতেছেন বেঙ্গালুরু। ওয়াংখেড়েতে শেষ পাঁচটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে ২ বার, পরে ব্যাট করা দল জিতেছেন ৩ বার। মুম্বইয়ের পিচ সাধারণভাবে ব্যাটিং সহায়ক হয়। বাউন্ডারিও খুব বেশি বড় নয়। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে।বৃষ্টির পূর্বাভাস নেই।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), নমন ধীর বা সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস বা রোমারিও শেফার্ড, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ, আকাশ মাধওয়াল।

আরসিবির সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সৌরভ চৌহান অথবা সূয়স প্রভুদেশই, রিস টপলি, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল, হিমাংশু শর্মা অথবা মহীপাল লমরোর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!