ডায়মন্ড হারবার নিয়ে ‘শ্বেতপত্র’ বিজেপির!

0 0
Read Time:3 Minute, 46 Second

নিউজ ডেস্ক ::একশো দিনের কাজ এবং আবাস যোজনায় বরাদ্দ বন্ধ করেছে মোদী সরকার। এই অভিযোগ অনেকদিন থেকেই করছে তৃণমূল। সম্প্রতি এর জোর বাড়িয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখিতে ঘর ভেঙে যাওয়া এলাকাতেও প্রচার করছেন, কেন্দ্রের জন্যই ঘর করে দেওয়া যায়নি। বিজেপির কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তিনি করেছেন।

সেই পরিস্থিতিতে বিজেপি সারা দেশের কোন লোকসভা কেন্দ্রে কোন প্রকল্পের কাজ কতটুকু হয়েছে, তা প্রকাশ করেছে অনলাইনে। এব্যাপারে বিজেপির তরফে ‘শ্বেতপত্র ডট ইন’ নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। সেখানেই গেরুয়া শিবিরের তরফে তথ্যের ওপরে নির্ভর করে তৈরি করা ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে পাওয়া যাচ্ছে পরিসংখ্যানও।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সব থেকে সরব। তিনি বলেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে হারার পর থেকে বাংলায় একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনায় টাকা দেয়নি কেন্দ্র। তিনি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার মিথ্যা বলতেও জনগণের টাকা নষ্ট করছে। তিনি বিজেপিকে সরাসরি তর্কের আহ্বান জানিয়েছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এব্যাপারে শ্বেতপত্র প্রকাশেরও চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর কথা ভুল প্রমাণ করতে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক।

বিজেপি এব্যাপারে অনলাইনে শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে অবশ্য বাংলাকে কোন ক্ষেত্রে কত টাকা দেওয়া হয়েছে, তা বলা হয়নি। সেখানে প্রতিটি লোকসভা ধরে কেন্দ্রীয় প্রকল্পের কী কাজ হয়েছে, সেখানে কতজন সুবিধা পেয়েছেন, তার খুঁটিনাটি পেশ করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের কাজের সঠিক পরিসংখ্যান
রয়েছে বলেও দাবি করা হয়েছে, গেরুয়া শিবিরের তরফে।

অন্য কেন্দ্রগুলির মতো সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভিডিও তথ্য চিত্রে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০১৯-২০২৩-এ ডাায়মন্ডহারবারে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জলের কলের সংখ্যা ৪৫,৪৯৫। ওই কেন্দ্রে জনৌশধি কেন্দ্র হয়েছে চোদ্দোটি। ওই কেন্দ্রে স্বচ্ছ্ব ভারত মিশন প্রকল্পে ২০১৪ থেকে ২০২৩-এর মধ্যে ৬৬,৪৯২টি শৌচাগার তৈরি করা হয়েছে। সেখানে কেন্দ্রের ১৭ টি প্রকল্পের মধ্যে আবাস যোজনার কথাও বলা হয়েছে। দাবি করা হয়েছে ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় ৫৫, ২৮১ টি বাড়ি তৈরি করা হয়েছে। তবে সেখানে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!