কোচ ইস্যুতে গম্ভীর-বিসিসিআই সমীকরণে এক্স ফ্যাক্টর শাহরুখ!

0 0
Read Time:4 Minute, 3 Second

নিউজ ডেস্ক ::আইপিএলেযর শেষ লগ্নে চর্চায় ভারতীয় দলের কোচ নিয়োগ। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি করে হবেন এটা নিয়ে চর্চা তুঙ্গে। নতুন কোচের তালিকায় একাধিক দেশি-বিদেশি ক্রিকেট ব্যক্তিত্বের নাম ভাসছে। তবে একজনের নাম নিয়েই সবথেকে বেশি আলোচনা হচ্ছে। তাঁর নাম গৌতম গম্ভীর। দেশীয় কোচ হিসেবে কেকেআর মেন্টরের নাম ১ নম্বরে আছে।

কেকেআর বর্তমান মেন্টর গম্ভীর অবশ্য এখনও ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেননি। ২৭ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করার সময়সীমা বরাদ্দ করেছে বিসিসিআই।ফলাফল নিশ্চিত না করে পরীক্ষায় বসতে নারাজ গম্ভীর। বিভিন্ন সূত্র থেকে যে খবর উঠে এসেছে তাতে গম্ভীর বিসিসিআইকে জানিয়েছেন, তিনি তখনই আবেদন করবেন তখনই যদি বিসিসিআই তাঁকে হেড কোচ করা হবে বলে ইঙ্গিত দেয়।

কাহিনীতে টুইস্ট আরও আছে। বিসিসিআই এবং গম্ভীর পরস্পর সহমত হলেও, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রাক্তন ক্রিকেটারকে পাওয়া সহজ নাও হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে আছেন গম্ভীর। মালিক শাহরুখ খান তাঁকে দলে ফিরিয়ে এনেছিলেন এবং তাঁর সঙ্গে চুক্তি কতদিনের আছে সেটাও দেখতে হবে। কেকেআর-এর হয়ে দুইবার আইপিএল-জয়ী অধিনায়ক গম্ভীর গত দুই মরশুম এলএসজির মেন্টর ছিলেন।
শাহরুখ গত বছর গম্ভীরের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাকে কেকেআর-এ ফিরে যেতে রাজি করেছিলেন বলে জানা গেছে। গম্ভীরের ফিরে আসার পরে কেকআর সত্যিই ভাল পারফর্ম করেছে এবং টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী দল হিসাবে আইপিএল ফাইনালে উঠেছে। রবিবার আইপিএল জিতলে গম্ভীর ও কেকেআর-এর মুকুটে আরেকটি পালক হবে।

এরইমধ্যে একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, নাইটদের মালিক শাহরুখ খান গম্ভীরকে ১০ বছরের জন্য কেকেআরের দায়িত্ব দিতে চান তিনি। এ বার গৌতম গম্ভীর যদি ভারতের হেড কোচ হন, তা হলে তাঁকে কেকেআর টিম ছাড়তে হবে।

রিপোর্টে এটাও বলা হয়েছে, গম্ভীর এই বিষয়ে কেকেআর দলের মালিক শাহরুখের সঙ্গে কথা বলেননি। যতক্ষণ না বিসিসিআই তাঁকে কোচ হওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু না বলে, ততক্ষণ তিনি কেকেআরের মালিকের সাথে কথা বলতে যাবেন না।

অনেকের সঙ্গে কুমার সাঙ্গাকারার নাম নিয়েও চলছে জল্পনা। কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি রাজস্থান রয়্যালসের কোচও জানিয়ে দিলেন, ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি নন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ”প্রথমত, আমাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ভারতীয় দলের পূর্ণ সময়ের কোচের দায়িত্ব নেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। আমি রাজস্থানের দায়িত্বে খুশি। এখনই আর কিছু চাই না।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!