রণংদেহি জুন মালিয়া

0 0
Read Time:3 Minute, 51 Second

নিউজ ডেস্ক ::মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন বালিয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ বিজেপির এজেন্টের বিরুদ্ধে। এই নিয়ে বুথের ভেতরে তুমুল উত্তেজনা ছড়ায়। একেবারে রণং দেহি রূপে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। বিজেপির বুথ এজেন্টের সঙ্গে তুমুল বিতণ্ডায় জড়ান তিনি।

তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছেন, প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে বিজেপি এজেন্ট তাঁর পরিচয় পত্র দেখতে চাইছেন। এতো সাহস হয় কি করে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন তিনি। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় মেদিনীপুরে।

জুন মালিয়া অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছেন। তিনি ইতিমধ্যেই অবজারভারদের অভিযোগ জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজেপি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন সেই ষষ্ঠ দফার ভোটে সেই বিজেপি প্রার্থীরাই একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ থেকে শুরু করে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হিরণ কেন্দ্রীয় বাহিনীর প্রধানের সঙ্গে বচসায় জড়িয়েছেন । তিনি অভিযোগ করেছেন ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে। অন্য দিকে কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাবে বলে কটাক্ষ করেছেন অভিজিৎ গাঙ্গুলি।

অন্যদিকে মেদিনীপুর লোকসবা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে গিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল গ্রামে ঢকে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। অন্যদিকে গ্রামে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী। এই নিয়ে অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে মেদিনীপুরের মাওবাদী অধ্যুষিত এলাকা পিরাকাটায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া সেখানে পৌঁছে গিয়েছিলেন। একসময়ে যেখানে মাওবাদী আতঙ্কে দিন কাটাতেন বাসিন্দারা। সেখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আইসক্রিম খেতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী। একসময়ে মাওবাদী এলাকায় যে শান্তি পূর্ণ ভোট হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!