সাগরদ্বীপ-খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে রেমাল

0 0
Read Time:3 Minute, 35 Second

নিউজ ডেস্ক ::সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এখনও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার জেরে আজ থেকেই উপকূলবর্তী জেলা গুলিতে শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হয়ে উঠবে আজ থেকেই।

এদিকে আবহাওয়া বিদরা জানিয়েছেন সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে। তার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের দিনেই আবার ভরাকোটাল রয়েছে। কাজেই পরিস্থিতি জটিল হতে শুরু করেছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল রাত থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্ব মেদিনীপু, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল রাত থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় ৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এমনই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সুন্দরবন এবং পূর্বমেদিনীপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াস হাজির হয়েছিল এই সময়। ঠিক সেই সময়েই ফের হাজির আরও এক ঘূর্ণিঝড়। ২৬ মে মধ্যরাতে সাগরে আছড়ে পড়বে রেমাল। সুন্দরবনে মাইকিং শুরু হয়ে গিয়েছে। নীচু জায়গার লোকেদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রেমালের গতিবেগ ১৩৫ কিলোমিটার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!