টুইটে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

0 0
Read Time:3 Minute, 33 Second

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। আর এর প্রভাবে বাংলার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় সাইক্লোন রেমালের ভালো প্রভাব পড়েছে।

বিঘার পর বিঘায় নষ্ট হয়েছে জমির ফসল। শুধু বাংলায় নয়, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঝড়ের (Cyclone Remal) বড় প্রভাব পড়েছে।

ভেঙে পড়েছে গাছপালা, মাটির বাড়ি ঘর। গৃহহীন বহু মানুষ। ঝড়ে বাংলা সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi on Cyclone Remal)। আগামীকাল শনিবার শেষ এবং সপ্তম দফার নির্বাচন।

ভোটের প্রচার বন্ধ হওয়ার পর থেকে কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী। আর এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় সাইক্লোনে রেমালে (Cyclone Remal) ক্ষতিগ্রস্ত বাংলা সহ রাজ্যগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

টুইটে তিনি (Pm Modi on Cyclone Remal) জানিয়েছেন, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং বাংলার উপরে সাইক্লোন রেমাল (Cyclone Remal) আছড়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি আমার চিন্তা রয়েছে। কেন্দ্রীয় সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। আধিকারিকরা ময়দানে নেমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্যের কথাও এদিন টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, সপ্তাহের শুরুতেই সিভিআর সাইক্লোন (Cyclone Remal) পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে যায়। তবে ল্যান্ডফল হয় বাংলাদেশে। কিন্ত্যু ঝড়ের লেজার ঝাপটায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ে। লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এরপরেই আকাশ পথে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। নির্বাচনী বিধিনিষেধ চলছে। আগামী এক তারিখ পর্যন্ত কোনও পদক্ষেপ করার ক্ষেত্রে হাত-পা বাঁধা। আদর্শ আচরণ বিধি সরে গেলেই আর্থিক সাহায্যের ঘোষণা করতে পারেন দিল্লির কেন্দ্রের (Pm Modi on Cyclone Remal) সরকার। ক্ষতিপূরণ নিয়ে ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!