খালিস্তানি জঙ্গি পান্নুকে হত্যার ষড়যন্ত্র!

0 0
Read Time:3 Minute, 35 Second

নিউজ ডেস্ক ::খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়েছে। নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন ফেডারেল প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, একজন ভারতীয় সরকারি আধিকারিকের নির্দেশে বর্তমানে মার্কিন বাসিন্দা গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারপরেই নিখিল গুপ্তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে আমেরিকা। এই মামলায় ন্যূনতম ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

প্রসঙ্গত নিখিল গুপ্তা গত বছরের জুনে ভারত থেকে গ্রাগে গিয়েছিলেন। তখনই চেক কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। আমেরিকার অনুরোধে গত বছরের ৩০ জুন নিখিল গুপ্তাকে গ্রেফতার করে চেক প্রজাতন্ত্র। তৎকালীন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন, একজন ভারতীয় নাগরিক বর্তমানে চেক প্রজাতন্ত্রের হেফাজতে রয়েছে। তাঁর প্রত্যর্পণের আবেদন বর্তমানে বিবেচনাধীন বলেও জানিয়েছিলেন তিনি। গত মাসে একটি চেক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো এড়াতে নিখিল গুপ্তার আবেদন প্রত্যাখ্যান করে।

রবিবার ব্যুরো অফ প্রিজনস ওয়েবসাইট নামে একটি কয়েদি অনুসন্ধানে দেখা গিয়েছে ৫২ বছর বয়সী নিখিল গুপ্তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত কিন্তু নাম প্ররকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নিখিল গুপ্তার প্রত্যর্পণ এবং ব্রুকলিনে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র এব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এব্যাপারে চেক প্রজাতন্ত্রের তরফেও কোনও মন্তব্য আপাতত পাওয়া যায়নি।

প্রসঙ্গত গত বছর আমেরিকার তরফে গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আমেরিকার তরফে ভারত সরকারের সামনে তুলে ধরা হয়। মার্কিন আধিকারিকরা অভিযোগ করেছিলেন, নিখিল গুপ্তা নিউইয়র্কে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী পান্নুকে হত্যার জন্য এক ঘাতককে এক লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন। এর মধ্যে অগ্রিম হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয় ২০২৩-এর নয় জুন। কিন্তু যে ব্যক্তিকে কাজের জন্য নিয়োগ করা হয়েছিল, তিনি ছিলেন আমেরিকার একটি সংস্থার গোয়েন্দা এজেন্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!