সোমবার থেকে শুরু ১৮ তম লোকসভার অধিবেশন!

0 0
Read Time:4 Minute, 23 Second

নিউজ ডেস্ক ::নতুন সরকার শপথ নিয়ে নিয়েছে। এরপর সোমবার থেকে শুরু হতে চলেছে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন। প্রথম দিনেই প্রধানমন্ত্রকী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিতে চলেছেন নবনির্বাচিত সাংসদরা। তারপর স্পিকার পদেও নির্বাচন হবে। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

১৮ তম লোকসভায় বিজেপি পেয়েছে ২৪০ টি আসন। আর এনডিএ ২৯৩ টি। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া ব্লকের দখলে ২৩৪ টি আসন। যার মধ্যে কংগ্রেসের একার দখলে রয়েছে ৯৯ টি আসন।

সোমবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শুরুতেই শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মন্ত্রিসভার অন্য সদস্যরা। এরপর বর্ণানুক্রমে বিভিন্ন রাজ্যের সাংসদরা শপথ নেবেন। এক্ষেত্রে সব থেকে পরে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাংসদরা।
প্রথম দিন প্রধানচমন্ত্রী মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্য-সহ ২৮০ জন নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন। পরেরদিন শপথ নেবেন ২৬৪ জন সাংসদ।

বিজেপি নেতা তথা সাতবারের সাংসদ ভত্রিহরি মাহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে দেখা যাবে। তবে কংগ্রেস এর সমালোচনা করেছে। তারা বলছে এক্ষেত্রে কংগ্রেস সদস্য কে সুরেশের দাবি উপেক্ষা করা হয়েছে। এব্যাপারে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন মাহতাব টানা সাতবারের সাংসদ, তিনিই ওইউ দনের যোগ্য প্রার্থী।

অন্যদিকে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের আপত্তির কারণেই তিনি প্রোটেম স্পিকারের দায়িত্ব নিচ্ছেন না। এব্যাপারে তৃণমূল শিবিরের বক্তব্য, প্রোটেম স্পিকার নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনাই করেনি সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল চায় না ইন্ডিয়া ব্লকের কোনও ক্ষতি হোক।

এতসব কিছুই মধ্যেই য়সংসদে ঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বিরোধী সাংসদরা। বিরোধীরা মূলত নিট-ইউজির প্রশ্ন ফাঁস এবং নেট পরীক্ষা বাতিল নিয়ে সরকারকে চেপে ধরতে চাইছে।

এদিন লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দুই নেতার বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরাও চান সুষ্ঠুভাবে অধিবেশন চলুক।

সোমবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে লোকসভার প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর সকাল এগারোটা থেকে সংসদের কার্যক্রম শুরু হবে। ১৮ তম লোকসভার প্রথম বৈঠকের শুরুতেই সদস্যদের নীরবতা পালনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হবে।
তারপর লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং লোকসভায় নব নির্বাচিত সদস্যদের তালিকা টেবিলে রাখবেন। তারপর প্রোটেম স্পিকার মাহতাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!