টি২০ বিশ্বকাপের সেরা জসপ্রীত বুমরাহ

0 0
Read Time:6 Minute, 18 Second

নিউজ ডেস্ক ::দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়ে টি২০ বিশ্বকাপ দারুণভাবে জিতল ভারত। রোহিত শর্মার ভারতই প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতল অপরাজেয় থেকে।

ভারতের হয়ে প্রতিটি ম্যাচেও বল হাতে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহ। ব্যাটারদের কাছে হয়ে ওঠেন ত্রাস। সেই বুমরাহই এবারের টি২০ বিশ্বকাপের সেরার পুরস্কারটি দখলে নিলেন।

৮ ম্যাচে ১৫ উইকেট নিলেন বুমরাহ। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় রইলেন ফজলহক ফারুকি ও অর্শদীপ সিং (দুজনেই ৮ ম্যাচে ১৭টি করে উইকেট নিয়েছেন)-এর পরেই। বুমরাহর ইকনমি ৪.১৭। সেরা বোলিং ৭ রানে তিন উইকেট। গড় ৮.২৬, স্ট্রাইক রেট ১১.৮৬।

ফাইনালে ম্যাচ যখন প্রায় ভারতের হাতের বাইরে তখন ডেথ ওভারে অনবদ্য বোলিং করে টি২০ বিশ্বকাপ জয় নিশ্চিত করলেন বুমরাহ। ৪ ওভারে ১৮ রান খরচ করে নেন ২ উইকেট। ১৪টি বলে কোনও রানই নিতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা।

টুর্নামেন্টের সেরার পুরস্কার নেওয়ার সময় বুমরাহ বলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে গিয়েছি। এই বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই আমরা ক্রিকেট খেলে থাকি। আনন্দ প্রকাশের ভাষা নেই। আমার পরিবার, আমার পুত্র এখানেই রয়েছে। এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি। এর চেয়ে ভালো অনুভূতি কিছু হতে পারে না।

বুমরাহর কথায়, আমরা বড় মঞ্চের জন্য খেলে থাকি। বড় দিনে নিজেকে অনেক বেশি কিছু দিতে হয়। গোটা টুর্নামেন্টেই নিজের ভাবনা স্বচ্ছ্ব রেখে, শান্ত থেকেছি। সব সময় একেকটি বল নিয়ে পরিকল্পনা করেছি। লেংথ বল কার্যকরী হয়েছে। রিভার্স স্যুইং হয়েছে। পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করতে পেরে ভালো লাগছে।

একনজরে দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা বা প্লেয়ার অব দ্য সিরিজ আজ অবধি কারা হয়েছেন:

India-র হাতে T20 বিশ্বকাপের ট্রফি উঠতেই খুশির সুনামি, মাঝরাতেই সেলিব্রেশন মুডে গোটা ভারত!
India-র হাতে T20 বিশ্বকাপের ট্রফি উঠতেই খুশির সুনামি, মাঝরাতেই সেলিব্রেশন মুডে গোটা ভারত!
ফাইনালে ম্যাচ যখন প্রায় ভারতের হাতের বাইরে তখন ডেথ ওভারে অনবদ্য বোলিং করে টি২০ বিশ্বকাপ জয় নিশ্চিত করলেন বুমরাহ। ৪ ওভারে ১৮ রান খরচ করে নেন ২ উইকেট। ১৪টি বলে কোনও রানই নিতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা।

টুর্নামেন্টের সেরার পুরস্কার নেওয়ার সময় বুমরাহ বলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে গিয়েছি। এই বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই আমরা ক্রিকেট খেলে থাকি। আনন্দ প্রকাশের ভাষা নেই। আমার পরিবার, আমার পুত্র এখানেই রয়েছে। এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি। এর চেয়ে ভালো অনুভূকি কিছু হতে পারে না।

রোহিত ছুঁলেন ধোনির কীর্তি! দক্ষিণ আফ্রিকা ফের চোকার্স, ভারতের বিশ্বজয়ে অনবদ্য বুমরাহ-অর্শদীপ-হার্দিকরোহিত ছুঁলেন ধোনির কীর্তি! দক্ষিণ আফ্রিকা ফের চোকার্স, ভারতের বিশ্বজয়ে অনবদ্য বুমরাহ-অর্শদীপ-হার্দিক
বুমরাহর কথায়, আমরা বড় মঞ্চের জন্য খেলে থাকি। বড় দিনে নিজেকে অনেক বেশি কিছু দিতে হয়। গোটা টুর্নামেন্টেই নিজের ভাবনা স্বচ্ছ্ব রেখে, শান্ত থেকেছি। সব সময় একেকটি বল নিয়ে পরিকল্পনা করেছি। লেংথ বল কার্যকরী হয়েছে। রিভার্স স্যুইং হয়েছে। পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করতে পেরে ভালো লাগছে।

একনজরে দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা বা প্লেয়ার অব দ্য সিরিজ আজ অবধি কারা হয়েছেন:

২০০৭ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা- শাহিদ আফ্রিদি (৯১ রান ও ১২ উইকেট)।

২০০৯ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- তিলকরত্নে দিলশান (৩১৭ রান)।

২০১০ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- কেভিন পিটারসেন (২৪৮ রান)।

২০১২ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- শেন ওয়াটসন (২৪৯ রান ও ১১ উইকেট)।

২০১৪ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- বিরাট কোহলি (৩১৯ রান)।

২০১৬ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- বিরাট কোহলি (২৭৩ রান, ১ উইকেট)।

২০২১ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- ডেভিড ওয়ার্নার (২৮৯ রান)।

২০২২ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- স্যাম কারান (১৩ উইকেট)।

২০২৪ টি২০ বিশ্বকাপ: টুর্নামেন্টের সেরা- জসপ্রীত বুমরাহ (১৫ উইকেট)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!