মু্ম্বইয়ে মেগা সেলিব্রেশন

0 0
Read Time:3 Minute, 30 Second

নিউজ ডেস্ক ::১৭ বছর আগে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেড। বৃহস্পতিবার বিকেলে মুম্বই আবারও একই ঘটনার সাক্ষী হতে চলেছে। ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে ফেরার পরে যেভাবে প্যারেড হয়েছিল, ঠিক সেই কায়দায় ২০২৪ সালেও যাবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার সেলিব্রেশন উপলক্ষ্যে মুম্বইয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মুম্বাই পুলিশের ডিসিপি জোন ১ প্রবীন মুন্ডের অনুরাগীদের জন্য এখানে কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার বিকেলে মুম্বই আসবে। নরিমান পয়েন্ট এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে মেরিন ড্রাইভে বিকাল ৫-৭টা থেকে একটি খোলা বাসে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। আপনি যদি মিছিলে যোগ দিতে চান, দয়া করে বিকাল 4:30 টার আগে পৌঁছান এবং প্রমোনেডের পাশে জড়ো হন, রাস্তায় নয়।

বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি চ্যার্টার্ড ফ্লাইট দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপর ভারতীয় দল চলে যায় টিম হোটেলে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ রওনা দেবে টিম ইন্ডিয়া। প্রধানমন্ত্রী বাসভবনে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠান মোটামুটি দু’ঘণ্টা চলবে। তারপর চার্টার্ড ফ্লাইটে করে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। অর্থাৎ মুম্বই আসতে-আসতে মোটামুটি বিকেল হয়ে যাবে রোহিত-বিরাটদের।
সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে বিসিসআই সভাপতি জয় শাহের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আগামী দু’বছর বিসিসিআইয়ের সদর দফতরেই বিশ্বকাপ থাকবে। অনুষ্ঠান শেষের পর নিজের বাড়ির উদ্দেশে রওনা দেবেন ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা।

এই অনুষ্ঠানের বিষয়ে মুম্বই পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, সন্ধ্যা ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিজয় অনুষ্ঠান আয়োজিত হবে। আপনি যদি এতে অংশ নিতে চান, অনুগ্রহ করে আপনি সন্ধ্যা ৬ টার আগে স্টেডিয়ামে পৌঁছে যাবেন এবং বসে থাকবেন, যানজট এড়াতে দয়া করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চেষ্টা করুন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!