পুজোয় পুরুষদের ফ্যাশন স্টেটমেন্ট কেমন হবে?

0 0
Read Time:4 Minute, 20 Second

নিউজ ডেস্ক ::পুজো মানেই খাওয়া-দাওয়া, জমিয়ে আড্ডা, বন্ধু-বান্ধবদের সঙ্গে হুল্লোড়-পার্টি। আর অবশ্যই ফ্যাশন। শারোদোৎসবের প্রায় এক মাস আগে থেকেই বন্ধুদের সঙ্গে পাড়া কিংবা ডিস্কো-ঠেক-পাব মাতানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে কোন দিন কী পরবেন? তা নিয়ে বেজায় কনফিউশন কাজ করে। কিন্তু সাজগোজের দিক থেকে বর্তমানে পুরুষরাও মেয়েদের টেক্কা দেন। আর দেবেন না-ই বা কেন? সাজুগুজুতে কি মেয়েদের একচেটিয়া আধিপত্য? আলবাৎ নয়! আজকাল পুরুষরাও মজেছেন অফবিট ফ্যাশনে। পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন তাঁরাও। তবে হ্যাঁ, ষষ্ঠী টু দশমী যদি পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, তাহলে আমাদের তরফে আপনাদের জন্য রইল বিশেষ টিপস।

শুরু করা যাক ষষ্ঠী থেকে। অনেকেরই এদিন অফিস থাকে। তাই কাজ সেরে বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সঙ্গে ডিনারে যাওয়ার যাওয়ার সময় এমন কোনও পোশাক বেছে নিন, যা পরতে আপনি ভীষণই স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তবে একেঘেয়ে জিন্স-টি শার্ট নয়। ফ্যাশন ডিজাইনার সুজয় দাশগুপ্ত বলছেন, এদিনের জন্য বন্ধেজ প্রিন্টেজ ফুলস্লিভ শার্টের সঙ্গে ঢিলেঢালা পালাজো প্যান্ট বেছে নিন। কোমরে বেল্ট হিসেবে ড্র-স্ট্রিং। যে কোনও সাইজেই এটা পরা যাবে নিঃসন্দেহে। পায়ে থাকুক স্নিকার্স। চাইলে শার্টের বোতাম খোলা রাখতে পারেন। গলায় থাকতে পারে একটা স্লিক চেন।

মলমল ম্যাটেরিয়ালের স্ট্রাইপ শার্টের সঙ্গে প্লিটেড স্টাইল উইভিং প্যান্ট দিব্যি জমে যাবে সপ্তমীতে। পায়ে থাকুক ব্ল্যাক অ্যাঙ্কেল লেন্থ বুট।

অষ্টমীর শো-স্টপার হয়ে ওঠার বিশেষ টিপস চাই? তাহলে সিল্ক ম্যাটেরিয়ালের চিংজ প্রিন্ট পাঞ্জাবী পরুন। আর পাঞ্জাবীর প্রিন্টের সঙ্গে মানানসই যে কোনও রঙের চুড়িদার পাজামা। পায়ে থাকুক ফ্যাশনেবল সিলভার কোলাপুরি। ট্র্যাডিশনাল লুক হলেও কেতাদুরস্থ এই পোশাক নারীদের নজর কাড়বেই। কে বলতে পারে প্রস্তাবটা হয়তো এবার ওদিক থেকেই এল!

পুরুষদের নবমী হোক জমকালো। এদিনে জন্য বাছতে পারেন যে কোনও ডার্ক রঙের কটন সিল্কের স্ট্রেটকাট পাঞ্জাবী। তার সঙ্গে মানানসই পালাজো প্যান্ট। গলায় চাইলে একটা ম্যাচিং স্কার্ফ কিংবা স্টোলও ঝোলাতে পারেন। হাতে ব্র্যান্ডেড ঘড়ি। আর পায়ে বুট। ব্যস! নবমীতে ব়্যাম্প মাতানোর জন্য আপনি তৈরি।

দশমীর বিদায়বেলায় অনেকেই বন্ধুদের সঙ্গে কোনও হোটেল কিংবা রিসর্টে পুলপার্টি করার প্ল্যান করেন। আর পুলপার্টি মানেই কমফরটেবল পোশাক মাস্ট! এদিনের জন্য বেছে নিতে পারেন মসলিন সিল্কের ওপর কাজ করা কাঁথা স্টিচের লং জ্যাকেট। সঙ্গে ব়্যাপার রাউন্ড পালাজো প্যান্ট। বাথরবটা খোলাও রাখতে পারেন চাইলে। পায়ে স্নিকার্স কিংবা স্লিপারস পরতে পারেন। পুজো কাটুক ফ্যাশনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!