রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার খরচ জানলে চমকে উঠবেন

0 0
Read Time:3 Minute, 53 Second

নিউজ ডেস্ক ::লোকসভা ভোটকে সামনে রেখে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত। উত্তর থেকে দক্ষিণকে জোড়ার এই যাত্রা করতে কংগ্রেস কত টাকা খরচ করছে জানেন? শুনলে চমকে উঠবেন।

গত ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারীকা থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন। এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন তিনি। মণিপুর থেকে শুরু হয়ে মুম্বইয়ে গিয়ে শেষ হবে এটি। তবে ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। তার জন্য প্রতিদিনে ৫০ লক্ষ টাকা করে খরচ হয়েছে। অর্থাৎ কিলোমিটার প্রতি ১.৫৯ লক্ষ টাকা করে খরচ করেছে কংগ্রেস নেতা।

কংগ্রেসের বার্ষিক অডিট রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি সপ্তাহেই কংগ্রেসের পক্ষ থেকে সেই অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তাতে জানা গিয়েছে কংগ্রেস পার্টি ২০২২-২৩ অর্থবর্ষে খরচ করেছে ৪৬৭ কোটি টাকা। তার মধ্যে কেবল মাত্র নির্বাচনের প্রচারের জন্য খরচ করেছে ১৯২ কোটি টাকা।

এর মধ্যে পার্টির প্রশাসনিক এবং সাধারণ খরচও রয়েছে। এবং সেটা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় খরচ করা হয়েছে। ১৪৫ দিন ধরে চলেছিল সেই যাত্রা। এবং ৪৫০০ কিলোমিটার ধরে সেই যাত্রা চলেছিল। নির্বাচন কমিশনকে দেওয়া পার্টির বার্ষিক খরচের হিসেবে দখা গিয়েছে এক ধাক্কায় আড়াই গুণের বেশি বেড়েছে কংগ্রেসের খরচ। অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে ৪০০ কোিট টাকা থেকে বেড়ে ৪৬৭ কোিট টাকা হয়ে িগয়েছে।

এদিকে দেখা গিয়েেছ পার্টি ফান্ডে দান এবং অনুদান অনেকটাই কমে গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ৮০ কোটি টাকা কমে গিয়েছে পার্টি ফান্ডে অনুদান। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে ৩৬৮ কোটি টাকা অনুদান আসত পার্টি ফান্ডে। সেটা কমে ৩৪৭ কোটি টাকা হয়ে গিয়েছে। বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর থেকে শুরু হয়েছে যাত্রা সেটা মুম্বই পর্যন্ত যাবে। তার জন্য ২৭ জানুয়ারি থেকে দান সংগ্রহ অভিযান শুরু করেছে কংগ্রেস। ইতিমধ্যেই নাকি ৪ কোটি টাকা দান সংগ্রহ হয়ে গিয়েছে।

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় ১০০ টাকা প্রতি কিলোমিটার খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। তাহলে দিনে ১.৩৪ লক্ষ কোটা টাকা থেকে ৬.৭০ লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে পারে এই যাত্রায়। ইতিমধ্যেই মণিপুর থেকে অসম-বিহার হয়ে বাংলায় প্রবেশ করে ফেলেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!