ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বাংলাদেশে

0 0
Read Time:2 Minute, 31 Second

নিউজ ডেস্ক ::বাংলাদেশে অবসান হলো দীর্ঘ দিনের একটা পর্বের ইতিহাস। নানা তর্ক, বিতর্ক ও আলোচনার পরে শেষ পর্যন্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে প্রধান করে বৃহস্পতিবার রাত ৯টায় হয়ে গেল শপথ গ্রহণ। ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্রও। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় রয়েছেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান। রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা। রয়েছেন ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম। শুরু হলো নতুন অধ্যায়। ফিরে আসুক বাংলাদেশে শান্তি – এই কামনা সকলের।

নতুন সদস্যদের নিয়ে সকলের কৌতূহল ছিল। বিশেষ করে ছিল দুই ছাত্র প্রতিনিধিকে নিয়ে। খবরে প্রকাশ, নাহিদের ডাকনাম ফাহিম। জন্ম ১৯৯৮ সালে। ২৬ বছরের নাহিদের বাবা শিক্ষক। বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশের পর বর্তমানে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়ছেন সমাজবিজ্ঞান নিয়ে। অন্যজন আসিফ মাহমুদ। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তিনি আগে পড়াশোনা করেছেন ঢাকা আদমজী ক্যান্টমেন্ট কলেজে। বর্তমানে তিনিও পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পড়ছেন ভাষা বিজ্ঞান নিয়ে। এখন আশা করা যায়, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ দূর করে নতুন পথে এগোবে ভারত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!