‘জাগো ভারত’ – নতুন ট্যুইটে বার্তা অভিষেক ব্যানার্জীর

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক ::আর জি কর কাণ্ডের পরেই প্রথম প্রতিক্রিয়ায় অভিষেক ব্যানার্জী সামনে এনেছিলেল ‘এনকাউন্টার তত্ত্ব।’ তারপরে দীর্ঘদিন তিনি এই বিষয়ে নীরব ছিলেন। এবার বৃহস্পতিবার সকালে তিনি একটা দীর্ঘ ট্যুইট করনে আর জি কর প্রসঙ্গে। আর জি করের ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তিনি টেনে আনের সারা ভারতের প্রসঙ্গ। তিনি ট্যুইট বার্তায় লেখেন – ‘গত ১০ দিন ধরে যখন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই সময়তেই দেশের বিভিন্ন জায়গায় আরও ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন মানুষ এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও এই জঘন্য অপরাধ ঘটে চলেছে। দঃখের বিষয়, এই সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি।’

এর পরে তিনি পরিসংখ্যন দিয়ে সমস্ত বিষয়টা পরিষ্কার করতে চান। তিনি আরো লেখেন, ‘প্রতিদিন গড়ে ৯০টি করে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। প্রতি ঘণ্টায় ৪টি করে ধর্ষণ হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতি মিনিটে ১টি করে। তাই এই নিয়ে যে আমাদের কত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা স্পষ্ট। আমাদের কঠোর আইন আনতে হবে। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণার বিধান আনতে হবে। ফাঁকা প্রতিশ্রুতি দিলে হবে না। রাজ্য সরকারকে এই নিয়ে তৎপর হতে হবে এবং কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে হবে ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্যে। এর থেকে কম কিছু হলে তা প্রতীকী হবে এবং কার্যকরী হবে না। জাগো ভারত।’

অভিষেকের এই নতুন বার্তা সামনে আসতেই মানুষের নানা রকম প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে আর জি কর কাণ্ডে রাজ্যের ভূমিকায় অভিষেক খুশি না, তা আগেও বোঝা গিয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!