কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অনশন মঞ্চ ভাঙল পুলিশ
নিজস্ব প্রতিনিধি- কলেজ ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নেতৃত্বে সুবোধ মল্লিক স্কয়ার এ আজ অনশন মঞ্চে বসে ছিলেন কলকাতা পুলিশ তাদের অনার্স এর মঞ্চ ভেঙে দেয়া হয় এবং প্রায় 80 জন গ্রেফতার করা হয় তাদের মূলত দাবি.. সমকাজে সমবেতন 65 বছর পর্যন্ত কাজের অধিকার . সিনেট-সিন্ডিকেট বা ইউনিভার্সিটির বিভিন্ন কমিটিতে জি. বি. টি. সি তে মেম্বারশিপ দিতে হবে. কম অধিকার দিতে হবে . পুলিশ জোর করে আমাদের সমস্ত ব্যানারসহ সংস্থা অধ্যাপক ধরে নিয়ে গিয়েছে এর প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে . আমাদের যে মূল দাবি সমূহ প্রতি বছর বয়স পর্যন্ত কাজের অধিকারকে স্বীকৃতি দিতে হবে. দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সমস্ত সুযোগ-সুবিধা দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম কাজে সম বেতন কার্যকর করতে হবে আমাদের অবস্থান সংস্থানের সুযোগ সুবিধা দিতে হবে এগুলো আমাদের মূল দাবা দাবি না মানায় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামবেন