শিক্ষক-শিক্ষিকাদের উপর পুলিশি নির্যাতনে সোচ্চার হলেন অপর্ণা
নিউজডেস্ক– এবার সরাসরি স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে ট্যুইট করলেন অপর্ণা সেন। পুলিশের নির্মম লাঠিচার্জ চলে পার্শ্ব শিক্ষকদের উপর হামলা। এবং শিক্ষিকাদের উপর চলছে যৌন হেনস্থা। রাজ্য সরকারের শাসন বিধি নিয়ে সোচ্চার হলেন এবার অভিনেত্রী অপর্ণা সেন। সমাজের যেকোনো দুর্নীতির বিরুদ্ধে এক রোখা তিনি। সমাজের মানদন্ডে তথা শিক্ষক শিক্ষিকাদের উপর হামলায় সমাজ আজ বিপন্ন। প্রসঙ্গত সমকাজে এবং সম বেতনের দাবিতে পার্শ্ব শিক্ষকরা বেশ কয়েক দিন ধরেই আন্দোলন করছেন। হাডকো মোড়ে জমায়েত হয়ে বিকাশ ভবন পর্যন্ত মিছিলে পা মিলিয়েছিলেন। এছাড়া ধর্মতলায় ধর্ণা দেন। তাদেরকে তুলতে শনিবার রাতে বেধড়ক পুলিশি অত্যাচার চলে। সারা রাজ্য জুড়ে এই সমস্যার সমালোচনার জট বেঁধেছে। এই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী অপর্ণা সেন কলকাতার বাইরে থাকায় শারীরিক ভাবে উপস্থিত না থাকতে পেরেই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী কে।