বক্স অফিসে দৌড়চ্ছে ‘মিশন মঙ্গল’
নিউজডেস্ক- মিশন মঙ্গলে সদ্য ব্লাস্ট করলো বক্স অফিস। প্রথম দিনেই এই ছবি ২৯ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিতে রয়েছে হেভি ওয়েটের বলি তারকারা। বলিউড বস অক্ষয় কুমার, বিদ্যা বালান, শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন তাপসী পান্নু, নিত্য মেনন এবং কীর্তি কুলহারির মতো বলি তারকারা। বক্স অফিসে মিশন মঙ্গলে ব্যাপক সাড়া মিলেছে। আমেরিকা রাশিয়া চিনে তো মহাকাশ যান পাঠাতে পেরেছে মঙ্গলে। কিন্তু সব থেকে কম খরচে মহাকাশ যান পাঠাতে পেরেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। আর সেই গল্পে নির্ভর করে তৈরি হয়েছে মিশন মঙ্গল। মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার(রাকেশ ধাওয়ান) এবং বিদ্যা বালান(তারা শিন্ডে)। এমন ছবি নির্মাণ করে রীতিমত প্রসংশা কুড়িয়েছেন প্রচুর এই ছবির নির্মাতা। এর সঙ্গে বলি তারকারা এমন ছবিতে অভিনয় করতে পেরে ভীষন গর্বিত।