গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রাজারহাটে
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজারহাট থানা এলাকার গারাগুড়িতে। কাল রাত ৯ টা নাগাদ শ্বশুর বাড়ির ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মেয়ের বাবা, মায়ের অভিযোগ শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ। সাত বছর আগে বারাসতের বামনগাছির বাসিন্দা অরুণ সরকারের মেয়ে রিমি মন্ডলের সাথে বিয়ে হয় রাজারহাট থানা এলাকার গড়াগুড়ির বাসিন্দা বাপ্পা মন্ডলের। তাদের একটি চার বছরের ছেলে সন্তান আছে। বিয়ের পর বেশ কয়েক বছর ভালোই কাটছিল তাদের সংসার। অভিযোগ কয়েক বছর ধরে নানা অছিলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল।
মারধরও করা হত বলে অভিযোগ। স্বামীর অভিযোগ তার স্ত্রী তাকে সন্দেহ করতো সেই নিয়েই তাদের মধ্যে প্রায়ই অশান্তি হত। মারধর করতো সেটা স্বামী শিকার করে নেয়। সন্ধ্যা বেলায় দুজনের মধ্যে অশান্তি হয় এরপরেই স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছেলে কাল রাত ৯ টা নাগাদ তার বাবাকে ফোন করে জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর তড়িঘড়ি স্বামী বাড়িতে এসে চারিদিকে খোঁজাখুঁজির পরে না পেয়ে পাশের ঘরে গিয়ে দেখে পাখার সাথে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর সেখান থেকে নামিয়ে ভি আই পি রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ বাড়িতে নিয়ে এসে মেয়ের বাড়িতে খবর দেওয়া হয়। তারপর রাজারহাট থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ।