দমদমের রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলে মিড ডে মিলে গরম গরম মাংস ভাত

0 0
Read Time:2 Minute, 8 Second

নিউজডেস্ক- হুগলীর চুঁচুড়ার বালিকা বানী বিদ্যা মন্দিরে মিড ডে মিলে শুধু নুন ভাত খাওয়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই সারা রাজ্য জুড়ে প্রবল শোরগোল চলছে। এমতাবস্থায় এক সম্পুর্ন ভিন্ন ছবি দেখা গেল দমদমের উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলে। বুধবার রবীন্দ্রনগর হাই স্কুলে গিয়ে দেখা গেল মিড ডে মিলে স্কুলের সকল ছাত্রছাত্রীর পাতে পড়েছে গরম গরম মাংসের ঝোল। আর অতি উৎসাহে তা খাচ্ছে স্কুলের কচিকাঁচারা। আর পুরো বিষয়টি খতিয়ে দেখছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি
সৌরভ প্রিয় দত্ত। চুঁচুড়ার বানী বিদ্যা মন্দিরের ঘটনা নিয়ে যখন বিরোধীরা রাজ্য সরকারকে তীব্র আক্রমন করছে মিড ডে মিল নিয়ে, সেসময় রবীন্দ্রনগর বিবেকানন্দ স্কুলের ছাত্রছাত্রীরা জানাল, শুধুমাত্র আজকেই নয়। প্রতি মাসেই নিয়ম করে একবার
মিড ডে মিলে মাংস দেওয়া হয়। এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ডিম, সোয়াবিন, খিচুড়ি দেওয়া হয়। প্রতিটি রান্নাই স্বাস্থ্যকর বলেও এদিন জানান স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের পরিচালন সমিতির সভাপতি সৌরভ প্রিয় দত্ত জানালেন, “একটা স্কুলের
একদিনের একটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কিছু রাজনৈতিক দল বেনজির শোরগোল করছে। দমদমের বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে আমি প্রতিদিন স্কুলে এসে মিড ডে মিলের পাশাপাশি স্কুলের সমস্ত বিষয়ে নজর রাখি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!