বাজারে এলো জেসা গুপ্তার দ্য পিয়নির ন্যাচারাল হেয়ার রেমেডি
Read Time:1 Minute, 24 Second
কথামালা চক্রবর্তী- বর্তমান দূষণের যুগে চুল পড়া, ত্বকের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দিতে আয়ুর্বেদ সবচেয়ে বড় উপায়। পূজার আগে বাঙালিদের চুলের সৌন্দর্যঘটিত প্রত্যেকটি সমস্যা থেকে মুক্তি দিতে জেসা গুপ্তা বাজারে নিয়ে এলেন দ্য পিওনির ন্যাচারাল হেয়ার রেমেডি। জেসা গুপ্তা সর্বপ্রথম কলকাতার বাজারে নিয়ে আনেন আয়ুর্বেদিক সৌন্দর্য সম্ভার। তাঁর এই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করার পর অনেক গ্রাহক মুক্তি পেয়েছেন চুলের বিভিন্ন সমস্যা থেকে। এমনকি অনেকের মাথা সম্পূর্ণ কেশহীন ছিল তাঁরাও ফিরে পেয়েছেন তাঁদের প্রিয় কেশ সৌন্দর্য। তাই আজকের দিনে কেশ সৌন্দর্যের শোভায় নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশই ব্যবহার করা যেতে পারে জেসা গুপ্তার সম্পূর্ণ আয়ুর্বেদিক দ্য পিয়নির ন্যাচারাল হেয়ার রেমেডি ।