এবারেও বড় চমক থাকছে ঝন্টূর গনপতি পুজোয়
Read Time:1 Minute, 26 Second
নিউজডেস্ক- প্রতি বারের ন্যায় এবারেও চমক অপেক্ষা করে রয়েছে ঝন্টূর পাড়ার গনেশ পুজোয়। গত বছর বোম্বের গণপতি ঝন্টূর পাড়ার পাশাপাশি মাতিয়ে রেখেছিল গোটা কলকাতাতেও। ভবানীপুরের বিখ্যাত এই পুজোয় প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্রের অনুপ্রেরনায় ও ঝন্টূর উদ্যোগে আয়োজিত এই পুজোর জন্য সারাবছর অপেক্ষায় থাকে ভবানীপুর সহ সারা কলকাতাবাসী। তবে এবার মাটির গনেশের মুর্তি নয়, কাগজের গনপতির মূর্তিই ঝন্টূর পুজোর মূল ইউএসপি। পাশাপাশি পুজোর প্রায় প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পুজোর প্রথম দিনেই প্রায় দু-হাজার মানুষকে রেনকোট বিতরণ করা হবে বলে বুধবার জানান পুজোর মূল উদ্যোক্তা ঝন্টূ। তার কথায়, “প্রতি বছরই আমাদের পুজোয় কিছু নতুনত্ব থাকে। এবারেও তার অনথ্যা হবে না”।