আলিপুর ৭৪ নম্বর পল্লীতে এবার ফাইবারের প্রতিমা, জানালেন সভাপতি বিপ্লব মিত্র

0 0
Read Time:1 Minute, 31 Second

নিজস্ব প্রতিনিধি- দুর্গা দুর্গতিনাশিনী আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি ! তাই এখন থেকেই বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি চলছে তুঙ্গে ! তবে এবছর আলিপুর ৭৪ নং পল্লীর পুজো সাজছে নতুন রূপে ! আলিপুর গোপাল নগর মোড়েরে এই পুজো এবছর পড়তে চলেছে ৬০ বছরের !
সারাদিন কাজের পর মানুষের প্রয়োজন হয় বিশ্রামে ! আর এই শান্তিময় বিশ্রামকেই এবছর তাদের পুজোর মূল থিম হিসাবে মানুষের কাছে তুলে ধরতে চলেছে এই পাড়ার পুজোর ! আলোকসজ্জায় রয়েছে দাস ইলেকট্রনিক ! আবহাওয়া সংগীতে রয়েছে গৌতম ব্রম্ভ !
তবে এবছর এদের এই পুজোর মূল আকর্ষন হতে চলেছে মাঠির প্রতিমার পরিবতে আসতে চলেছে ফ্রাইবারে প্রতিমা ! যা দশকদের কাছে এক অন্য মাত্রা পেতে চলেছে এই পুজোর ! পুজোর দিন গুলিতে থাকছে বিভিন্ন অনুষ্ঠান আছে বস্তু বিতরণ , এবং রয়েছে অয়্যানেসে ক্যাম্প !
পুজোর চেয়ারম্যান ববিহাকিম, সভাপতি বিপ্লব মিত্র , ও সম্পাদক সৌরভ মজুমদারে উদ্যোগে এই পুজো আয়োজিত হতে চলেছে !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!