ট্রেন থেকে উদ্ধার কচ্ছপ
Read Time:1 Minute, 13 Second
নিজস্ব প্রতিনিধি-
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সূত্র মারফত খবর পায় আজ সকালে ট্রেনে করে উত্তর প্রদেশ থেকে কচ্ছপ আনা হচ্ছে পাচারের উদ্দেশ্যে এবং শ্রীরামপুর স্টেশনে পাচার কারীরা নামবে এবং সেখান থেকে অন্য গাড়িতে যাবে। সেইমতো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল আজ সকালে শ্রীরামপুর স্টেশনে গিয়ে পৌঁছে এবং সেই পাচার চক্রের দুজন কে হাতেনাতে ধরে ফেলে তাদেরকে শ্রীরামপুর জিআরপির হাতে তুলে দেয়া হয়েছে এবং শ্রীরামপুর জিআরপি অভিযুক্তদের আজ আদালতে তুলবে এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়ার দাবি জানাবে। এদের পেছনে আরও কারা কারা আছে বা এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত সেই সব বিষয়ে তদন্ত করবে শ্রীরামপুর।