কাঁথিতে দুষ্কৃতি হামলায় নিহত এক শিশু, আহত শিশুর মা
নিজস্ব প্রতিনিধি- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকায় গৃহবধূ ও শিশুর উপর হামলা চালায় এক দুষ্কৃতী এই ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়েছে আহত অবস্থায় ওই গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আহত মহিলা শিবানী মাইতি অভিযোগ বৃহস্পতিবার রাতে পরিচিত এক যুবকের মোটর বাইকে করে কাঁথির এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন, সেই সময় সৌল গামী এক নির্জন রাস্তায় শিবানি মাইতির অপর এক দুষ্কৃতী হামলা চালায় সেই সঙ্গে ছোট্ট শিশুকে খুন করে বলে অভিযোগ, মহিলার বক্তব্যের ভিত্তিতে ঘটনাটি সরল হলেও এর নেপথ্যে রয়েছে বহু রহস্য, যদিও এ ব্যাপারে শিবানী মাইতি শশুর শংকর মাইতি অভিযোগ ছেলে কর্মসূত্রে বাইরে থাকার কারণে পরকীয়ার সম্পর্কে মেতে উঠেছিল শিবানী, এমনকি একের পর এক পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এরপর পুলিশকে অভিযোগ জানালে পুলিশি হস্তক্ষেপে পুনরায় গৃহবধূকে বাড়ি পৌঁছে দেয়, এরপর দীর্ঘ পাঁচ বছর কেটে গেছে, কিন্তু কেন এই হামলা তাদের অজানা, এই ঘটনার খবর পেয়ে তারা হাসপাতলে আসে, তবে নাতির মৃত্যুতে যথেষ্ট ভেঙে পড়েছে শ্বশুর-শাশুড়ি, যদিও এই ঘটনার পরে ঘাতক যুবকটি পলাতক, এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।