বারাসাতে বাইক দুর্ঘটনায় মৃত এক ,আহত এক
Read Time:48 Second
নিজস্ব প্রতিনিধি- আজ ভোর রাতে কচুয়া মন্দির থেকে জল ঢেলে ফেরে পথে বাইক দুর্ঘটনায় মৃত এক । মৃতের নাম সুব্রত ঘোষ বয়েস ২৩ । মৃতের আত্মীয়রা জানান গতকাল আজ সকালে তাদের বাড়িতে এক ব্যক্তি গিয়ে সুব্রত মৃত্যু খবর দেয় । গতকাল কোটরার বাসিন্দা সুব্রত ও তার বন্ধু বাইক নিয়ে কচুয়া যায় ফেরার পথে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে । তাঁদের উদ্ধার করে বারাসাত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুব্রত কে মৃত বলে জানান ।