অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন
Read Time:1 Minute, 9 Second
নিউজডেস্ক- দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হল। দিল্লীর নিগমবোধ ঘাটে জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন নিগমবোধ ঘাটে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, গত ৯ ই আগস্ট শ্বাসকষ্টজনীত সমস্যা নিয়ে দিল্লীর এইমসে ভর্তি হন অরুণ জেটলি। তাকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর ১২ টা ৭ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন জেটলি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
ছবি সৌজন্যে- অমিত শাহ ফেসবুক পেজ