বছর ঘুরল না, ভেঙে পড়ল কন্যাশ্রী সেতু
নিজস্ব প্রতিনিধি- গত বছর ১৭ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল ঘটা করে উদ্বোধন হয়েছিল কন্যাশ্রী সেতুর। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পলাশপাই গ্রামে তৎকালীন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে এই সেতুর উদ্বোধন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এক বছর পেরোনোর আগেই ভেঙে পড়ল সেই কাঠের সেতু। শনিবার সন্ধ্যায় ভেঙে পড়ে সেতুর একটি অংশ। খবর পেয়েই রবিবার সকালে সেতুর পরিস্থিতি দেখতে সেখানে যান দাসপুর ২ ব্লক আধিকারিকরা। বছর ঘুরতে না ঘুরতেই সেতু ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই সেতুর গুনগন মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, পলাশপাই খালের দু’পারের প্রায় ৩০টি গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করেন প্রতিদিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগেই দেখা গিয়েছিল সেতুর গোড়া আলগা হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে জানানোও হয়েছিল। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।
ছবি সৌজন্যে- হাবিব মল্লিক