দক্ষিন দিনাজপুরের কুশমুন্ডিতে পুষ্টি পরশ দিবস পালিত হল
নিজস্ব প্রতিনিধি- দঃদিনাজপুর জেলার শিশু নারী ও জন কল্যান ত্রাণ দপ্তর এবং জেলার আইসিডিএস দপ্তরে র উদ্যোগে উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতে পুষ্টি পরশ করমসুচি পলিত হল। এদিনের কর্মসূচি তে উপস্তিত ছিলেন দঃদিনাজপুরে জেলায় নারী শিশু করমাধক্য মিঠু জোয়াদ্দার কুশমন্ডি ব্লকের বি ডি ও মোহাম্মদ জাকেরিয়া , কুশমন্ডি ব্লকের সি ডি পি ও সরবিন্দু লষ্কর , উদয় পুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আব্দুর রাজ্জাক কুশমন্ডি পঞ্চায়েতের সমেতি সহ সভাপতি মামুলী রায় এছাড়াও আরো বিশিষ্ট ব্যাক্তি গন। এদিন অপুষ্টি কর শিশু দের চাল ডাল চেয়ার ইত্যাদি তুলে দিলেন কুশমন্ডি ব্লকের বিডিও মোহাম্মদ জাকেরিয়া। এই বিশষে এক অপুষ্টি শিশুর মা মুল্লীকা রায় জানান,” আজ আমরা চাল ডাল মুশুর ইত্যাদি পেয়েছি এবং এই পুষ্টি পরশ সচেতনতা সিবির হওয়া খুব খুশি ।” নারী শিশু করমধক্য মিঠু জোয়াদ্দার বলেন , “আমাদের জেলার উদ্যোগে, চরম অপুষ্টি তে ভুগছে এমন শিশু দের আজ পঞ্চায়েত থেকে কিছু খাবার সামুগ্ৰি দিয়ে পরশ পুষ্টি নামক অনুষ্ঠানের শুভো সূচনা করলাম এবং এলাকায় জনগন কে সচেতন করা হলো কোনো শিশু যেন অপুষ্টি তে না ভোগে, গ্ৰাম পঞ্চায়েত এর পক্ষ থেকে সেই উদ্যাগ ও নেওয়া হয়েছে।