বেহালায় অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার
Read Time:51 Second
নিজস্ব প্রতিনিধি- বেহালা বকুল তলা এলাকাতে একটি ফ্ল্যাট এর সামনের রাস্তা র উপরে মহিলার দেহ পরে আছে। দেহ চাদর দিয়ে মোড়ানো ,পাশে একটা ট্রলি বেগ পরে আছে ।ঘটনার স্থলে পর্ণশ্রী থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য। অনিন্দিতা এপার্টমেন্ট এর সামনে দেহ উদ্ধার হয় । মহিলাকে তার ফ্ল্যাটের এক বাসিন্দা দেখে চিনতে পারে ,মহিলার নাম শম্পা চক্রবর্তী বয়স 42। এলাকাতে চাঞ্চল্য। প্রাথমিক অনুমান হত্যা করে ট্রলি ব্যাগ করে পাচার করার চেষ্টা করেছিল হত্যাকারী ।তবে করতে পারেনি।