ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট- এর উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি- দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা- বজ বজ- রবীন্দ্রনগর ট্রাফিক ডিপার্টমেন্ট ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট- এর উদ্যোগে এবং JIMS হসপিটালের সহযোগিতায় রবিবার একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন ও স্বাস্থ্য পরীক্ষা করান। প্রতিটা রক্তদাতাকে বৃক্ষ রোপনের জন্য একটি করে চারাগাছ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশ সুপার এস সিলভা মরুগান, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট ট্রাফিক ডিএসপি নির্মল কুমার যশ, ইন্সপেক্টর অফ পুলিশ ডায়মন্ড হারবার ট্রাফিক পার্থ পাল, মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবির কুমার বাগ ও রবীন্দ্রনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ফিরোজ আলী সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।