বনগাঁ পৌরসভায় পুনরায় অনাস্থা ভোট করাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
নিজস্ব প্রতিনিধি: বনগাঁ পৌরসভায় পুনরায় আস্থা ভোট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১২ দিনের মধ্যে অনাস্থা ভোট করতে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আদালাত আরও জানিয়েছে, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরে এই আস্থা ভোট করাতে হবে। ভোটাভুটিতে অংশগ্রহণকারী সমস্ত কাউন্সিলরদের নিরাপত্তা দিতে হবে জেলার পুলিশ সুপারকে। এর পরেও যদি কোনও গণ্ডগোল হয় সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করবে হাইকোর্ট। এছাড়াও হাইকোর্টের নির্দেশ যতক্ষণ না- নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পৌরসভার দায়িত্ব সামলাবেন সংশ্লিষ্ট মহকুমা শাসক অথবা পৌরসভার একজিকিউটিভ অফিসার। বনগাঁ পৌরসভা নিয়ে হাইকোর্টের এই রায়কে নিজেদের জয় হিসাবেই দেখছে পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা বিজেপির কাউন্সিলররা।
ছবি সৌজন্যে- উইকিপিডিয়া