হাওড়া ট্রাফিক গার্ডের সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি

0 0
Read Time:2 Minute, 38 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় হাওড়া সিটি পুলিশ স্কুলে স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করছে। কারণ এই সকল ছাত্রছাত্রীরাই আগামী পৃথিবীর উজ্জ্বল মুখ। তাই আগে তাদের সচেতন করলে তবে আগামী দিন হবে বিপদমুক্ত। ঠিক সেইজন্যই হাওড়া ট্রাফিক গার্ড হাওড়ার দাশনগর বালিটিকুরী মুক্তরাম দে হাইস্কুলে মঙ্গলবার পালন করল এই কর্মসূচি। হাওড়া ট্রাফিক গার্ডের ওসি তাপস রায়ের উপস্থিতিতে ওই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক বিভাস দেয়াশি। স্কুলের ইংরেজি শিক্ষক ইন্দ্রনীল ভাদুড়ি জানান, তাপসবাবু ছাত্রছাত্রীদের বলেন শুধু গাড়ি চালকদের নয়। সাধারণ পথচলতি মানুষদেরও সচেতন হতে হবে। আগে জীবন। তাই একটু দেরি হোক। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ও গাড়ি চালালে চলবে না। পাশাপাশি বাইক চালকদের সর্বদা হেলমেট ব্যবহার করতে হবে। এদিন তাপসবাবু এই স্কুল পড়ুয়াদের হাতে কিছু কাগজপত্র তুলে দেন যাতে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির রাস্তা চলাচলের জন্য যে ট্রাফিক রুল আছে তা লেখা আছে।

এই অনুষ্ঠানে এছাড়া ওই স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ও হাওড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত বিগত বেশ কয়েকবছর ধরে এই কর্মসূচি পালিত হচ্ছে।যার সুফলও মিলছে হাতেনাতে। পরিসংখ্যান বলছে এই কর্মসূচি নেওয়ার ফলে রাজ্যসহ হাওড়ায় দূরঘটনা খুব কম হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই চিন্তাভাবনা ও হাওড়া ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

     
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!