শ্রীরামপুরের বেসরকারী স্কুলে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ
Read Time:1 Minute, 17 Second
প্রিয়া করাতি- শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার বেসরকারী বিবেকানন্দ একাডেমি স্কুলের ঘটনা। স্কুল সুত্রে খবর অাজ সকালে এই স্কুলের কেজি ওয়ান স্কুলের এক ছাত্রী স্কুলে এসে কাঁদছিল। তখন স্কুল গেটের সিকিউরিটি গার্ড সুবাচান্দ ঠাকুর সেই শিশুটিকে কোলে বসিয়ে আদর করে। কিন্তু স্কুল আদ্যক্ষ বলেন এই বিষয়টি সিসিটিভি তিনি দেখামাত্রই তার ভালো লাগেনি। এরপরই তিনি নিজেই শ্রীরামপুর থানায় যোগাযোগ করেন। এদিকে এই ঘটনার খবর স্কুল এলাকায় চাউর হতেই এলাকাবাসী ও অভিভাবক রা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ এলে শুরু হয় বিক্ষোভ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। অভিযুক্ত ঐ সিকিউরিটি গার্ড কে নিয়ে যায় পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
