সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন মাথাভাঙ্গায়
মনিরুল হক, কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের “সেফ ড্রাইভ, সেভ লাইফ” স্লোগানকে সামনে রেখে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল মাথাভাঙ্গা থানার পুলিশ। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের করণের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচীর সূচনা করেন মাথাভাঙ্গা মহকুমাশাসক জিতেন যাদব। এদিন তিনি বেলুন উড়িয়ে এই কর্মসূচীর শুভারম্ভ করেন। এদিনের এই কর্মসূচীতে প্রশাসনিক কর্তারা ছাড়াও অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই কর্মসূচি মহকুমাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

এই কর্মসূচী প্রসঙ্গে মাথাভাঙ্গা থানার পুলিশের ওসি আলী ইমাম বলেন,এটি একটি সরকারী কর্মসূচী। সারা রাজ্যের সাথে আমরা এই মহকুমাতেও এই কর্মসূচী পালন করছি। আজকের এই অনুষ্ঠানে মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল,মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির, মাথাভাঙা হাই স্কুল অংশ নেয়। শুধু স্কুলই নয়, এই কর্মসূচিতে অংশ নেন বিশিষ্টজনেরাও। তিনি আরও বলেন রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। এদিনের এই কর্মসূচী ঘিরে সাধারন মানুষের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পরার মতো।