আপনার দুয়ারে প্রশাসন’ অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে
তপন, ২৮ আগস্ট: সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে অনুষ্ঠিত হল ‘আপনার দুয়ারে প্রশাসন।’ মঙ্গলবার তপন ব্লকের মাঝিখন্ডা ফুটবল মাঠে আপনার দুয়ারে প্রশাসন অনুষ্ঠানের সূচনা করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যেমন বিভিন্ন জেলায় রাজ্যের সমস্ত আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভা করতেন। ঠিক সেইভাবে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে দক্ষিণ দিনাজপুরেরও শুরু হল ‘আপনার দুয়ারে প্রশাসন’ অনুষ্ঠান। এদিন প্রথম অনুষ্ঠিত হয় তপন ব্লকে। পরবর্তীতে জেলার অন্যান্য ব্লকেও অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান বলে জানা গিয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি সহ জেলার একাধিক প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সরাসরি সহায়তা প্রদানও করেন তারা।
এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষেরা।
জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, একইভাবে জেলার প্রতিটি ব্লকে ‘ আপনার দুয়ারে প্রশাসন’ অনুষ্ঠিত হবে। যাতে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পান এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সচেতন হতে পারেন।
