সিপিএমের হার্মাদ রা এখন বিজেপির জল্লাদ: মমতা
নিজস্ব প্রতিনিধি- সিপিএমের হার্মাদরা সব এখন বিজেপির জল্লাদে পরিণত হয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে বিজেপি। মেয়ো রোডে অনুষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভায় যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে এই ভাষাতেয় কামান দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাশ্মীর নিয়ে এত কান্ড হয়েছে কেউ কথা বলতে পেরেছেন? কাউকে কথা বলতে দেয়নি, রিপোর্ট করতে দেয়নি, বন্দুকের নল দিয়ে চেপে রেখেছে। সিপিএম কেউ আক্রমন করতে ছাড়েননি মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন রামে বামে সব এক হয়ে গিয়েছে। সিপিএমের ক্যাডাররা এখন সব বিজেপির জল্লাদ হয়েছে। যারা সিঙ্গুর করেছিল, নন্দীগ্রাম করেছিল, নেতাই করেছিল।
এদিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাংলাকেই টার্গেট করছে, কারণ বাংলা ওদের বিরুদ্ধে লড়াই করে। ওরা নাকি 107 জনের লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে 7 জনকে নিয়ে যাক তারপর 107 জনের কথা ভাববে। বিজেপির উদ্দেশ্যে মমতার হুংকার, আমরা ওদের ভয় পাইনা। মৃত্যুকে ভয় পাই না।আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে। এজেন্সির ভয় দেখাচ্ছে। আজকে আমার ভাইকে ডাকছে, কাল আমাকে ডাকবে। আমি যাওয়ার জন্য প্রস্তুত।