আগামী মাসে ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
Read Time:1 Minute, 6 Second
নিউজডেস্ক- আগামি মাসে দু-দিনের ভারত সফরে আসতে চলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান জানাতে মরিয়া দিল্লী। এমতাবস্থায় নেতানিয়াহুর এই ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকেই স্বাগত জানাতে চলেছেন নেতানিয়াহু। যা হলে অন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা হলেও চাপে পড়বে পাকিস্তান। পাশাপাশি এই সফরে ভারত ও ইজরায়েল এই দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
