তৃনমুলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
Read Time:1 Minute, 7 Second
নিউজডেস্ক- চোরেদের জন্যই এজেন্সি আছে।এবার তারা কালীঘাট এ পৌছাবে। অনকের জগন্নাথ দর্শন হয়েছে। এবার বাকীদের হবে। আজ বারাসাতে এক সেমিনার এ যোগ দিতে এসে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৩৭০ ধারা বিলোপে পার্লামেন্টে আলোচনা না করে তৃনমূল বাজার গরম করছে। এরাজ্যে বহু জায়গায় বিরোধী দলকে ঢুকতে দেওয়া হয়নি।তারা কাশ্মীর নিয়ে গনতন্ত্রে কথা বলছে। কোন কাজ না করে শুধু রাজ্য নাম পরিবর্তন করে নাম করতে চাইছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। তিনি এদিন তার খুন করার তত্বতে সান দিয়ে বলেন বিনা কারনে নানান মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে তাকে কেউ মারতে আসলে তিনি ঘাড় মোটকে দেবেন বলে হুশিয়ারি দেন তিনি।