মঙ্গলবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকতে চলেছে ডবল টাকা

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক ::মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২০২৪ সালের অর্থ বর্ষ থেকে অনেকটা বাড়িয়ে দেওয়া হলো। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে টাকা পাঠানো হবে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা। জেনারেল ক্যাটেগরিভুক্ত (সাধারণ সম্প্রদায়) মহিলারা মাসে ১,০০০ টাকা করে পাবেন। এতদিন তাঁরা ৫০০ টাকা করে পেতেন। আর তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা এতদিন যেখানে মাসে ১,০০০ টাকা পেতেন, তাঁরা এবার থেকে ১,২০০ টাকা করে পাবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা? এবার মাসের পয়লা দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে। নির্বাচনের বছর বলে কথা। তাই দেরি করা যাবে না।

রাজ্য সরকার সূত্রে খবর, নয়া অর্থবর্ষের পয়লা দিন হওয়ায় আজ ব্যাঙ্ক বন্ধ আছে। তাই এবার মাসের পয়লা দিনেই টাকা পাঠানো যাচ্ছে না। কিন্তু মঙ্গলবার খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। সেজন্য যৌথভাবে রাজ্য সরকারের অর্থ এবং সমাজকল্যাণ দফতর পদক্ষেপ করছে। রাজ্য সরকার সূত্রে খবর, প্রতিবারের মতো মাসের এক তারিখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে পয়লা এপ্রিল টাকা পাঠানো যাচ্ছে না মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু ২ এপ্রিল ব্যাঙ্ক খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই কবরে উল্লোসিত রাজ্যের মহিলারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!