কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবে বিধ্বংসী আগুন
মনিরুল হক,কোচবিহারঃ সদ্যজাতকদের চিকিৎসার বিভাগে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিল্ডিং এ আগুন লেগে আতংকের সৃস্টি হয়েছে। আজ সকালে ওই আগুন লাগে। সেখানে চিকিৎসাধীন ছোট শিশুদের বাঁচাতে কার্যত হুরোহুরি শুরু হয়। সমস্ত লোক রাস্তায় নেমে আসে।পরে শিশুদের পাশের বিল্ডিং এ রাখার ব্যবস্থা করা হয়। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায় নি। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রন করার চেস্টা করছে। ঘটনাস্থলে জেলা শাসক মহকুমা শাসক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা বলেন, এই বিভাগে প্রায় ২০০ জন প্রসূতি মা ও নবজাতক ছিল। তারা সকলে নিরাপদে রয়েছে বলে দাবী জেলাশাসকের। ওই বিভাগে থাকা প্রসূতি মা ও নবজাতকদের এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। কোচবিহার দমকল কেন্দ্রের আধিকারিক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা গেছে, হতাহতের কোনও খবর নেই। প্যালেন রুম থেকে এই আগুন ছড়িয়েছে বলে দমকলের প্রাথমিক অনুমান, এবং ওই ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।