বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২ জন
Read Time:1 Minute, 19 Second
নিজস্ব প্রতিনিধি- বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ঝলসে গেল ২ যুবক ! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায় ! এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ! জানা যায় ওই অঞ্চলে বেশিভাগ বাড়িতে বাজি বানানোর কাজ করে থাকে এলাকার বহু মানুষ ! ঠিক তেমনি ওই দিন অরিন্দম ও দুলাল নামে দুই ব্যক্তি বাড়িতে বসে বাজি বাঁধ ছিল ! এমন সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে বাড়ি মধ্যে ! বাড়ি ছাদ ও কাঠের জানলা সঙ্গে সঙ্গে বিস্ফোরণে জেরে উড়ে যায় ! এবং শব্দ শুনে আশেপাশে লোকজন ছুটে আসে ঘটনার স্থলে ! পরে বারুইপুর থানায় খবর দেওয়া হয় ! পুলিশ এসে ওই ব্যক্তিদের উদ্ধার করে এবং এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠায় ! তবে বিস্ফোরণ কিভাবে হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ! অন্যদিকে বাড়ি মালিক সন্তোষ মন্ডল তিনি পলাতক !
ছবি সৌজন্যে- ইন্ডিয়া টিভি