আজকের রাশিফল

0 0
Read Time:1 Minute, 55 Second

মেষ:ভাগ্য আজ সুপ্রসন্ন। প্রেমে ও বিবাহ তে বাঁধা।গৃহে শুভ অনুষ্টান।

বৃষ:আইন ই সমস্যা জড়াতে পারেন।ভাই বোন এর সাহায্যে অবস্থার পরিবর্তন।গৃহে আজ অশান্তির পরিবেশ।

মিথুন:নিকট আত্মীয় দ্বারা কার্যোদ্ধার।খরচা কম করুন।রাস্তা ঘাটে চলা ফেরায় সাবধানতা।

কর্কট:ঠান্ডা লাগা,জ্বর জলবাহিত রোগ হতে সাবধান।কূট আত্মীয় দ্বারা পরিচালিত না হওয়াই ভালো।কর্মস্তল এ শত্রু বাড়তে পারে

সিংহ:গৃহে শুভ যোগাযোগ।বিবাহের দিকে না এগোলে ভালো।আজ ফাটকা রোজগার হতে পারে।ব্যাবসায় বিনিয়োগ শুভ।

কন্যা:গৃহে পুজো পার্বন।আর্থিক উন্নতি।মুক্ত,জল জলজাত দ্রব্য ব্যাবসায়ীদের শুভ।

তুলা:কর্ম কে আজ সঙ্গী করুন।অর্থ এমনি আসবে।বিবাহে বাঁধা।

বৃশ্চিক:শুভচিন্তা,শুভ ভাবনা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।অর্থ সামলে খরচা করুন।

ধনু:পত্নীর শারীরিক সমস্যা হলে পরামর্শ নিন চিকিৎসক এর।জল থেকে দূরে থাকুন।

মকর:পতি পত্নীর মধ্যে সমস্যা হলে মিটিয়ে নিন।আজ ভ্রমণ এর পরিকল্পনা হতে পারে।

কুম্ভ:বিবাহের শুভ যোগাযোগ ব্যাহত।প্রেমে ও বাঁধা।নার্ভ নিয়ে সমস্যা।কনো প্রত্যাশা পূরণ হতে পারে।

মীন:গৃহে আজ অশান্তির পরিবেশ।কর্ম ক্ষেত্রে উন্নতি।অধ্যাতিকতার মন।

9051415423,7044670174 jyotirmoyeedeboshree.co.in

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!