ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জনসভা
পূর্বস্থলী- প্রসেনজিৎ দেবনাথ- কাশ্মীরে 370 এবং 35 এ ধারা রদ করার জন্য পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার শিঙি পঞ্চায়েতের লোহপোতা গ্রামে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে 43 নম্বর জেডপির উদ্যোগে বৃহস্পতিবার একটি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ,জাতীয় পরিষদের সদস্য জয় ব্যানার্জি, রাজ্যের সহ-সভানেত্রী মাফুজা খাতুন, অভিনেত্রী পামেলা গোস্বামী এবং 43 নম্বর জেডপির মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল ও কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। আজকের এই সভা থেকে মাফুজা খাতুন বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ করেছেন।দিদিকে বলো যে কর্মসূচি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে ফোন করে দিদিকে পাওয়া যাচ্ছে না।কল সেন্টারে যারা ফোন করছে তার ভাইরা ফোন ধরছে, তাহলে দিদিকে বল প্রোগ্রাম কেন দিল বলতে হোত ভাইদের বল।