আমার ওই পোশাকটাই চাই, বায়না দিপীকার
Read Time:1 Minute, 0 Second
তিনি দিপীকা পাড়ুকোন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কোটি কোটি পুরুষের স্বপ্নে তার নিত্য যাতায়াত। যদিও স্বামী রনবীরকে নিয়ে দিব্যি আছেন দিপীকা।

এহেন দিপীকার একটি পোশাক এতটাই পছন্দ হয়েছে যে তিনি পোশাকের মালিকের কাছে সরাসরি চেয়েই বসলেন।

আসলে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম তার হাবির সাথে বেড়াতে যাওয়ার কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবিতে ভিক্টোরিয়ার পোশাক দিপীকার এতটাই ভালো লেগে যায় যে দিপীকা সোশ্যাল মিডিয়াতেই পোশাকটি চেয়ে বসলেন ভিক্টোরিয়াকে।
