Delhi::’দিল্লিতে নাটক হচ্ছে’ – DA আন্দোলন প্রসঙ্গে কুণাল ঘোষ

0 0
Read Time:3 Minute, 32 Second

নিউজ ডেস্ক::দীর্ঘ দিন ধরে একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা অবস্থান-বিক্ষোভ ও অনশন করছে শহীদ মিনারে। তারা সেই আন্দোলনের অংশ হিসাবে ১০ ও ১১ তারিখ দিল্লিতে অবস্থান শুরু করেছে। আর এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ব্যঙ্গাত্মক কথা শুরু করেছেন। দিল্লিতে ডিএ ধরনা প্রসঙ্গে কুণাল ঘোষ আন্দোলনকারীদের তোপ দেগে বলেন, ‘বিজেপির পৃষ্ঠপোষকতায় থেকে দিল্লির দরবারে নাটক করতে গিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। ডিএ আন্দোলনকারীরা কেন্দ্রের বকেয়া নিয়ে নীরব। আন্দোলনকারীরা কেন বাংলার বকেয়া নিয়ে সরব হচ্ছেন না?’ কুণাল আরও বলেন, ‘যাঁরা ডিএ দাও বলছেন, তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার কথা বলেছেন।

কই আন্দোলনকারীদের মুখ থেকে তো একবারও শোনা গেল না যে, কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিক। বিজেপি, কংগ্রেস, সিপিএম হাতে হাত মিলিয়ে তাঁদের পিছনে দাঁড়িয়েছে। তাঁরা তাদের পৃষ্ঠপোষক। বাংলাকে প্রাপ্য না দেওয়ার কথা কই তাঁরা তো বলছেন না। আসলে তাঁদের রাজনৈতিক স্পনসর বিজেপি, আর বিজেপি’র দুই ভাই সিপিএম আর কংগ্রেস।’ স্বাভাবিক কারণেই কংগ্রেস,সিপিএম ও বিজেপি এর প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

এই বিষয়ে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, ‘নাটকের সব থেকে বড় উদাহরণ কুণাল ঘোষ। এই আন্দোলনের প্রতি কখনও কোনওরকম সহানুভূতি রাজ্য দেখিয়েছে? কখনও কুকুরের সঙ্গে তুলনা করছে, কখনও আবার চোর ডাকাত বলেছে। কুণাল ঘোষ যে নাটকে অভ্যস্ত, এই আন্দোলনকারীরা সেই নাটকে অভ্যস্ত নন। এদিকে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘ডিএ চেয়ে কর্মীরা বহুদিন ধরে লড়াই করেছেন। তাঁরা আদালতে গিয়েছেন। আদালত যা বলেছে তার বিরুদ্ধে সরকার আবার আদালতে গিয়েছে। তখনও তো কুণাল ঘোষেরা বলেননি যে সেই দাবি মেনে নেওয়া হবে। আর ডিএ-র দাবির সঙ্গে রাজ্যের বকেয়ার দাবির তো কোনও যোগ নেই। কত পরিমাণ টাকা বকেয়া তা বলতে হবে।’  

বিজেপিও চুপ করে বসে নেই।তাদের মুখপাত্র বলেন,একদিকের টাকা অন্য জায়গায় খরচ করেছে রাজ্য সরকার। কেন্দ্র বারবার বলছে হিসাব দাও টাকা নাও, রাজ্য বলছে হিসাব দেবে না। রাজ্য সরকারি কর্মচারীরা মনে করেছেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। তাই তাঁরা আন্দোলন করছেন।সেই আন্দোলনকে ন্যায্য বলেই বিজেপি মনে করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!