বালুরঘাটের টোটো চালকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন ভাঙর আন্দোলনের অন্যতম সদস্য শর্মিষ্ঠা মুখার্জি
নিজস্ব সংবাদ, বালুরঘাট: বালুরঘাটের টোটো চালকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন ভাঙর আন্দোলনের অন্যতম সদস্য শর্মিষ্ঠা মুখার্জি ও চন্দ্রকান্ত দাস। বৃহস্পতিবার বালুরঘাটে প্রশাসনিক ভবনের সামনে সামিল হয় হাজার হাজার টোটো চালক। সেখানে জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকরা। এদিনের টোটো চালকদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাটের থানা মোড় চত্বর।
জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত ব্যাটারিচালিত এবং লাইসেন্স বিহীন টোটো। এরই প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হয় ভাঙ্গর আন্দোলনের অন্যতম সদস্য শর্মিষ্ঠা মুখার্জি ও চন্দ্রকান্ত দাস। টোটো চালকদের দাবি, পুজোর আগে তাদের লাইসেন্স দিতে হবে। টোটো চলাচল যাতে বন্ধ না হয় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
এদিন টোটো চালকদের পক্ষ থেকে কয়েকজন অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করেন এবং অতিরিক্ত জেলা শাসকের আশ্বাসের আন্দোলন প্রত্যাহার করে নেন টোটো চালকরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
এক টোটো চালক প্রকাশ ওড়াও জানান, “লোন নিয়ে টোটো কিনেছি। তা দিয়েই চলে সংসার। এখন টোটো বন্ধ হয়ে গেলে কিভাবে সংসার চলবে? কিভাবে ব্যাংকের লোন শোধ করব? আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।”